আজিম উল্যাহ হানিফ: রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৫টায় কুমিল্লা নগরীর ঝাউতলায় কুমিল্লা মডেল কলেজ মিলনায়তনে ইফতার মাহফিল ও পথশিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগরের সভাপতি রো. নয়ন দেওয়ানজীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ রোটা. মহিউদ্দিন লিটন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রো. জুনায়েদ আলম, ডি. জয়েন্ট সেক্রেটারি রো. নাফিজুল আলম, রো. ক্লাব অব কুমিল্লা ইউনিভার্িিসটির সভাপতি রো. জয়নাল আবেদীন রনি, রো. ক্লাব অব কুমিল্লা সানরাইজ এর সভাপতি রো. রাকিবুল ইসলাম রণি। উপস্থিত ছিলেন রো. ক্লাব অব কুমিল্লা মহানগরের নির্বাচিত সভাপতি রো. সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, নির্বাচিত সেক্রেটারি রো. সাফায়েত উল্যাহ, অনুষ্ঠান চেয়ারম্যান রো. আবু নেছার উদ্দিন, কো চেয়ারম্যান রো. তমাল, রো. পারুল. রো. রাকিয়া আক্তার, রো. হাজেরা, রো. আলী ইমাম, রো. মেহেদী হাসান, রো. খাদিজা , রো. জেসমিন জান্নাত, রো. জান্নাতুল নাঈমা, রো, জান্নাত, রো. আজিম উল্যাহ হানিফ, রো. মাসুদ, রো. ফরিদ, রো. সালাম, রো. ইউসুফ, রো. সাদেক, রো. দ্বীন মোহাম্মদ প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রো. সাইফুল ইসলাম।