
সোহাগ হোসেন স্টাফ করেসপন্ডেন্ট বেনাপোল থেকে :
সিলেটের তামাবিল বন্দরে পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশীকে কেন্দ্র করে বিজিবির হামলায় কাস্টমসের ৬ কর্মকর্তা,কর্মচারী আহতের অভিযোগে রোববার
মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসুচী ঘোষণা করেছেন কাস্টমস অফিসার্স এ্যাসোসিয়েশন(খুকাএভ)।
বৃহস্পতিবার(০৬ ডিসেম্বর) রাতে বেনাপোল কাস্টমস অডিটোরিয়ামে জরুরী সভা ডেকে এ কর্মসুচী ঘোষণা করেন কাস্টমস এসোসিয়েশন (খুকাএভ) এর সাধারণ সম্পাদক মোস্তফা আব্দুল্লা আল মামুন।
আব্দুল্লা আল মামুন সাংবাদিকদের জানান, গত ০৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে তামাবিল চেকপোষ্ট হয়ে ভারত থেকে কয়েকজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসছিল। এসময় কাস্টমস তল্লাশীর আগেই শুণ্য রেখায় অনিয়ম করে বর্ডার গার্ড (বিজিবি) যাত্রীদের ব্যাগ তল্লাশী চালায়। এতে কাস্টমস সদস্যরা আপত্তি জানালে এক পর্যায়ে বিজিবি সদস্যা কাস্টমস সদস্যদের উপর হামলা চালিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। নিন্দানীয় এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রোববার (০৯ ডিসেম্বর) বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ওই সভায় অভিযুক্তদের বিচারের দাবীতে বিভিন্ন
আল্টিমেটাম দেওয়া হবে।
Please follow and like us: