
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি-
নড়াইল-৩০-১০-১৬- রবিবার নড়াইলে শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সন্ধ্যায় লক্ষীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গনে লক্ষ প্রদীপ প্রজ্বলন কর্মসূচীর উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। শ্রী শ্রী শ্যামা পূজা ও দ্বীপাবলী উৎসব উদ্যাপন পর্ষদের আহবায়ক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার,পশুপতি বিশ্বাস, প্রভাষক কার্তিক অধিকারী, শংকর অধিকারী, শান্তি স্বর্ণকার, তাপস বিশ্বাস, জগদিশ বিশ্বাস, কাউন্সিলর প্রমুখ। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে লক্ষ প্রদীপ প্রজ্বলন কর্মসুচির উদ্বোধন করেন। শনিবার (২৯ অক্টোবর) এ কর্মসূচীকে ঘিরে এলাকার সনাতন ধর্মালম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।শান্তি কামনায় দু’দিনব্যাপী সবচেয়ে বড় শ্মশান কালি পূজার, দিপাবলী উৎসব শুরু হয়েছে। দীপাবলী উৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও মহাশ্মশান এলাকা দেশ-বিদেশের মানুষের পদচারনায় মুখর হয়ে উঠেছে। মোমবাতির আলোয় আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পুরো শ্মশান এলাকা। এ সময় স্বজনহারারা তাদের প্রিয়জনের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্যর ভিতিতে জানা যায় নড়াইলের মুলিয়ায় কালি পূজার, দিপাবলী উৎসবকে ঘিরে ভিসাল মেলার আয়ওজন,কমিটির সভাপতি জানান, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস কালি পূজার আগের দিন ভূত চতুর্দশী তিথিতে পূজা অর্চনা করলে শান্তি লাভ করে। তাই স্বজনহারা ব্যক্তিরা প্রদীপ জ্বেলে সৃষ্টিকর্তার কাছে হারানো স্বজনদের জন্য স্বর্গীয় সুখের প্রার্থনা করেন। তিনি আরও জানান, শুক্রবার রাত থেকে শুরু হওয়া সর্ববৃহত এ শ্মশান দিপাবলী উৎসব আজ শনিবার রাত ১০টায় শেষ হবে। সূত্রমতে, সম্প্রতি সময়ে এ শ্মশানে ভারত থেকে নিয়ে আসা হয়েছে। উপ-মহাদেশের সবচেয়ে বড় শ্মশান কালি পূজার, দিপাবলী উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১৮২৭ সাল থেকে নড়াইল শ্মশান দীপাবলী উৎসব পালিত হয়ে আসছে। দুইদিনব্যাপী উৎসবে আগত দর্শণার্থীদের সময় যাপনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।