৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • শিক্ষা
  • লতিফ মাষ্টার পাবলিক লাইব্রেরীর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত




লতিফ মাষ্টার পাবলিক লাইব্রেরীর উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২৩, ১৯:২৪ | 770 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

লতিফ মাষ্টার পাবলিক লাইব্রেরীর উদ্যোগে বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগেরহাট জেলা সদরের বেশরগাতী এলাকায় লাইব্রেরী সংলগ্ন এতিম ও বৃদ্ধ নিবাস কমপ্লেক্সে আমাদের বাংলাদেশ সম্পর্কিত বিষয় ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু। তিনি সুদূর আমেরিকা থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন।
এসময় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ১৮০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। অংশগ্রহণকারী বিদ্যালয় সমূহের মধ্যে রয়েছে ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়, কান্দাপাড়া নূরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়, কে এম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়, দেপাড়া নেসারিয়া আলিম মাদ্রাসা, পশ্চিমভাগ বেলায়েত হোসেন দাখিল মাদ্রাসা, নোয়াপাড়া ইয়াকুব আলী আদর্শ বিদ্যালয়, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ, সরকারি পিসি কলেজ, বাগেরহাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সরকারি মহিলা কলেজ, যদুনাথ স্কুল এন্ড কলেজ এবং স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধা নিবাস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দাপাড়া নুরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইলিয়াস হোসেন, মেফতাহ উদ্দিন, আবু হানিফ, শেখ শাহাজান আলী, মোহাম্মদ ইমরান হোসাইন, বায়তুল লতিফ জামে মসজিদের সাধারণ সম্পাদক কবির হোসেন মিন্টু, স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধা নিবাসের উপদেষ্টা শেখ শওকত আলী, ফকির লাল উদ্দিন, সভাপতি শেখ সাজ্জাদ হোসেন, সম্পাদক শেখ শামীম হাসান, সুপারেনটেন্ট তারিকুল ইসলাম, কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরির সভাপতি সালমান হোসাইন, সম্পাদক সুরাইয়া আক্তার রিমা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিগত পরীক্ষার সিনিয়র এবং জুনিয়ার গ্রুপের উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ছিল নগদ চার হাজার টাকা। প্রত্যেক গ্রুপে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET