লাইলাতুল কদর
রুমানা আক্তার রত্না
হাজার রজনীর শ্রেষ্ঠ রজনী
এক লাইলাতুল কদর,
ক্ষমা চাও প্রভুর তরে
পাপের কথা স্মরণ করে।
কুরআন পড় শুদ্ধ করে
তাজবি কর আঙুল গুণে,
কিয়ামতের কঠিন দিনে
সাক্ষী দিবে তোমার হয়ে।
দাম্ভিকতা বিষিয়ে দিয়ে
নত হও প্রভুর দ্বারে,
মহান খোদার রহম পেতে
লুটিয়ে পড় জায়নামাজে,
অশ্রু ভেজা নয়ন নিয়ে
তবেই যদি নাজাত মেলে।
পরিচিতি:
নাম: রুমানা আক্তার রত্না
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।
Please follow and like us: