মোঃ জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি।।
লাকসাম উত্তর বাজারের হোমিও চিকিৎসক মোখলেছুর রহমানের বাসার ২য় তলার ভাড়াটিয়াদের দুটি রুমের তালা ভেেঙ্গ ভিতরে ঢুকে নগদ টাকা সহ স্বণলংকার চুরি করে নিয়ে যায়। ১৯ এপ্রিল মঙ্গলবার দুপুরের সময় চুরির ঘটনাটি ঘটে।
বাসার নিচতলার ওপর ভাড়াটিয়ার সাথে কথা বললে তিনি জানান বাসার মালিক চিকিৎসার জন্য সকালে কুমিল্লায় যায়। বাসার ২য় তলার দুটি রুমের ভাড়াটিয়া ১জন পূবালী ব্যাংকের ভুুশ্চি শাখার ম্যানেজার ছুটিতে গ্রামের বাড়িতে গেছেন অপর ভাড়াটিয়া স্বামী শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্ত্রী গোয়ালিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সকালেই চাকুরীতে বের হয়ে যায়। স্কুল শেষে বাসায় এসে দেখে দরজার লক ভাঙ্গা ভিতরে প্রবেশ করে দেখে সব এলোমেলো হয়ে পরে আছে। পরে এলাকার পাশের লোকজনকে জানালে তারা লাকসাম থানায় পুলিশে খবর দেয়। পুলিশ এসে তদন্ত করে চলে যায়। এখন পযন্ত থানায় কোন মামলা হয় নাই। এলাকার লোকজনের ধারণা এটি পরিচিত কেউ ঘটাতে পারে।