মোঃ জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি।। ২২মে লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ পরিস্থিতি মোবাবেলায় ক্ষতিগ্রস্থদের পূর্নবাসনের উদ্দেশ্যে ৩৯ জনকে ঢেউটিন, নগদ টাকাসহ প্রান্ততিক নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২০জনকে সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র প্রফেসর আবুল খায়ের, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, লাকসাম প্রেসক্লাব সভাপতি তবারক উল্ল্যাহ কায়েস, সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌরসভার প্যানল মেয়র আবদুল আলিম দিদারসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ।