
মোঃ জিল্লুর রহমান, লাকসাম প্রতিনিধি।।
আজ ২২ অক্টোবর শনিবার লাকসাম রেলওয়ে থানা পুলিশ আবদুর রহমান নামে এক সেনা সদস্যের লাশ উদ্ধার করে।
সুত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার ঘোত্রশাল দিঘীর পাড় নামকস্থানে রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখলে এক পথচারি পুলিশে খবর দেয়। লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়–য়ার নেতৃত্বে পুলিশ ফোর্স লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসে। পুলিশ তার সাথে থাকা মোবাইল ফোন ও যাবতীয় কাগজ পত্রের মাধ্যমে জানতে পারে সে বগুড়া ক্যান্টরমেন্ট এর সেনা সদস্য। বগুড়া ক্যান্টরমেন্ট বিষয়টি জানানো হলে ক্যান্টরমেন্ট থেকে ইউনিট-১ এর সেনা সদস্য কামরুল হাসান ও সিবিআই বিল্লাল হোসেন কে লাশটি সনাক্ত করার জন্য জানান হলে তারা দ্রুত এসে লাশটি দেখে নিজেদের সহকর্মী সেনা সদস্য আব্দুর রহমান বলে নিশ্চিত করেন। তারা জানান আব্দুর রহমানের গ্রামের বাড়ী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনপুর গ্রামে। তার পিতা মোঃ মফিজুল ইসলাম চট্রগ্রামের পটিকছড়ি মসজিদের ইমাম। আব্দুর রহমান তিন বছর যাবৎ বগুড়া ক্যান্টরমেন্টের সেনা সদস্য হিসাবে কর্মরত আছেন। তিন দিনের ছুটিতে চট্রগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন শেষে বাড়ী ফেরার পথে নির্মম ভাবে নিহত হয়।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়–য়া জানান, কে বা কাহারা এ ঘটনাটি ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পেরন করা হয়েছে।