এমএসআই জসিম লাকসাম
কুমিল্লার লাকসাম পৌর শহরের দক্ষিণ বাইপাস সড়ক জোড়পুল সংলগ্ন স্মৃতি শিক্ষা কানন স্কুল আলোকিত এক শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৬ সালের ১লা জানুয়ারী এই শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু। প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত লেখাপড়া এবং প্রতিষ্ঠানটি শুরু থেকেই ক্রমশ সুনামের সাথে শিক্ষার কার্যক্রম পরিচালনা করে আসছে। ভালো শিক্ষাদান ও ফলাফলে ইতিমধ্যে লাকসাম স্মৃতি শিক্ষা কানন স্কুল আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ও পরিচিতি লাভ করেছে। স্কুলেই লেখাপড়া বুঝানো, শিখানো ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নত করতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ও শিক্ষক মন্ডলীর সু-চিন্তিত দিক নির্দেশনা ও পরিচালনা করছেন। ২০০৬ সালে টেলেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি, ২০১৭ সালে জিপিএ-৫ অর্জনসহ প্রতিষ্ঠানটি সবমিলিয়ে কৃতিত্বের সাথে প্রতি বছর উত্তীর্ণ হচ্ছে। মধ্য লাকসামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও কেয়া সুপার মার্কেট ও মেসার্স সামছুল হক এন্টার প্রাইজের স্বত্বাধিকারী এবং হাজী বাড়ী জামে মসজিদের সভাপতি, লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সাবেক অভিভাবক সদস্য আলহাজ¦ মোঃ সামছুল হক এলাকার শিক্ষার প্রসারে স্মৃতি শিক্ষা কানন স্কুল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তার স্ত্রী মিসেস কাজল আক্তার প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান। মিসেস কাজল আক্তার স্মৃতি শিক্ষা কানন স্কুল সার্বিক পরিচালনা করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক। বড় ছেলে আবু সালেহ জুমন মেরিন ইঞ্জিনিয়ার হংকং কর্মরত এবং মেয়ে কানিজ ফাতেমা কেয়া চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের ইংলিশ মিডিয়ামে অনার্সে পড়ে, ছোট ছেলে তানভীর হোসেন লিয়ন ৯ম শ্রেণি ও নিলয় ৭ম শ্রেণিতে পড়ে। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকের পদে রয়েছেন অভিজ্ঞ শিক্ষক মোঃ আবুল কাশেম। বর্তমানে ১১ জন শিক্ষক-শিক্ষিকা, অফিস সহকারী ও পিয়ন ১জন কর্মরত। এই প্রতিষ্ঠানটিতে ২শতাধিক ছাত্র-ছাত্রী ভর্তি এবং ভর্তি অব্যাহত রয়েছে । অটো ভ্যান ৩টির মাধ্যমে দূরের ছাত্র-ছাত্রীদের আনা-নেয়ার সুব্যবস্থা রয়েছে। লাকসাম স্মৃতি শিক্ষা কানন স্কুল শিক্ষার প্রসারে এগিয়ে যাচ্ছে এবং আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ও পরিচিতি লাভ করেছে। স্মৃতি শিক্ষা কানন স্কুল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সামছুল হক বলেন এলাকার শিক্ষার প্রসারে শিক্ষা প্রতিষ্ঠান করি। এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া পেলে স্মৃতি শিক্ষা কানন স্কুল আরো উন্নত করা হবে। তিনি সকলের দোয়া কামনা করেন।