মোঃ জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি।।
৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় লাকসাম উপজেলার উত্তর বিনই গ্রামের মোঃ আবুল খায়ের (৫৫) সড়ক দুঘটনায় মৃত্যু হয়। তিনি লাকসাম উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আনন্দ টাইলস এন্ড স্যানেটারী আবদুল কাদের এর বড় ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম উপজেলার নশরতপুর বাইপাস সড়কে লাকসাম বাজারের দিকে আসা একটি ইটের ট্রাক্টকে পিছন দিক থেকে আসা উপকূল এক্সপ্রেসে ধাক্কা দিলে ট্রাক্টর এর ড্রাইভারের সাথে থাকা আবুল খায়ের ছিটকে রাস্তায় পড়ে যায় এতে গুরুতর অবস্থায় লাকসাম ফেয়ার হেলথ হসপিটালে নেওয়ার পথেই তিনি মারা যায়। তার মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের মাতম চলছে।