মোঃ জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি।। লাকসাম উপজেলার ৫নং উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিনের স্ত্রী ২সন্তানের জননী নুরুন নাহার পরকীয়ার টানে রাতের অন্ধকারে নগদ অর্থ, স্বর্নালংকার ও আসবারপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এব্যাপারে লাকসাম থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, লাকসাম উপজেলার ৫নং উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে মোঃ আলাউদ্দিনের সাথে মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া মাস্টার বাড়ীর আবদুল হাকিম নুরুন্নবীর মেয়ে নুরুন নাহারের সাথে ৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নুরুন নাহার পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাদের আফসানা (৪) ও আরিফ (১) নামে দুটি সন্তান রয়েছে। গত ৬মে স্বামী আলাউদ্দিনকে ঘুমের বড়ি খাইয়ে গভীর রাতে প্রায় দুই লাখ টাকার মালামাল ও সন্তানদেরকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্বামী আলাউদ্দিন বাদী হয়ে স্ত্রী নুরুন নাহার ও তার পিতা হাকীম নুরুন নবীসহ ৬জনকে অভিযুক্ত করে থানায় সাধারণ ডায়েরী করেন।
লাকসাম থানা এ.এস.আই শিমুল বড়ুয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।