মো: জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি:
৩ মে মঙ্গলবার সকাল ১০ঘটিকায় লাকসাম পৌরসভার উদ্যোগে কুমিল্লার লাকসাম পৌরসভায় পনের কিলোমিটার বিশুদ্ধ পানির পাইপ লাইন, মোবাইল ডাষ্টবিনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: তাজুল ইসলাম এমপি ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের।
উন্নয়ন কাজের উদ্বোধন শেষে স্থানীয় পাবলিক হলে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামান, ইউএনও মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী , মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম। এছাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।