মোঃ জিল্লুর রহমান লাকসাম প্রতিনিধি।। ১৫ মে সকাল ১০ঘটিকায় লাকসাম উপজেলার ১নং ওয়ার্ডের ভৌষকোপালিয়া গ্রামে রাস্তার মাটি কেটে কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ উল্যাহ। এছাড়াও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ছাত্রলীগ নেতা আনিছুর রহমান রানা, ১নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহবুব মোর্শেদ ফারুকসহ ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ও এলাকার জনগন।
উদ্বোধন শেষে কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ বলেন, ভৌষকোপালিয়া রাস্তার কাজ আগামী ১ মাসের মধ্যে শেষ হবে এবং তার পরে একে একে নশরতপুর, মিশ্রী, শ্রীপুরের রাস্তাগুলোর কাজ ধরা হবে। আমি আশা করি আমার ১নং ওয়ার্ডে বিভিন্ন সমস্যা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে একটি আধুনিক ওয়ার্ডে রুপান্তরিত করাই হচ্ছে আমার লক্ষ্য।