
বান্দরবানের লামায় বুধবার(২ডিসেম্বর২০২০ ইং) দুপুরে লামা প্রেসক্লাবের তৃতীয় তলায়। আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় রচনা প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্তির লক্ষ্যে সংবাদ সম্মেলন করেন মেয়র প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লামা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ শাহিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে লামায় বিএনপি অংশগ্রহণ করবে। এই নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। প্রতিটি গণতান্ত্রিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে, সে চিন্তা করেই কাজ করছে বিএনপি।
নিরপেক্ষ নির্বাচনের শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। উপজেলা পরিষদের নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে। তাই নির্বাচন কমিশন সঠিক দায়িত্ব পালন করলেই দেশ সঠিক পথে পরিচালিত হবে।
এ সময় তিনি গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রব উপস্থাপনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম রুহুল আমিন। এছাড়াও সংবাদ সম্মেলনে দলীয় অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।