বাগেরহাট -৩ (রামপাল মোংলা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের সাথে দলীয় নেতা কর্মীদের ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে রামপাল উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, রামপাল উপজেলা বিএনপির সদস্য সচীব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোড়ল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাতাব আলী মোড়ল, মাষ্টার মুজিবুর রহমান জোয়ার্দার, মোল্লা কামরুজ্জামান বাবু, হাওলাদার মুজিবুর রহমান বাবুল ও শরীয়ত কুদরতি।
এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়ার রহমান, যুবদলের সদস্য সচীব আলমগীর কবির বাচ্চু, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু সাইদ, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন এবং মোংলা পৌর ছাত্র দলের সদস্য সচীব মীর সাগর। আলোচনা শেষে মিষ্টি উৎসব, কোলাকুলি ও কুশলাদি বিনিময় করে পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানান তারা।
Please follow and like us: