চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি অর্গানাইজেশান অব বাংলাদেশ (কোবা) এর উদ্যোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলের সাড়ে তিনশত মানুষের মাঝে কম্বল, শোয়েটার ও টাউজার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু হানিফ। কোবা’র সেক্রেটারী আনোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে ও সদস্য মোঃ হোসাইন মামুনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সাউথ এশিয়ান ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি আল মামুন রাসেল। বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার হোসাইন মোহাম্মদ কাউছার, ইউপি মেম্বার আবদুর রহিম, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র লিজু হোসেন, কোবা’র সদস্য রাকিব মিয়াজী, সাকিব মিয়াজী। সভা শেষে পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধ পুরুষ, মহিলা ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।