
অর্পণ মাহমুদ –
ইউরোপ প্রত্যাশী ৯৭ বাংলাদেশীকে আটক করেছে লিবিয়ান পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে লিবিয়ার গারিয়ানের কাচাকাচি একটি চেক পোষ্ট থেকে তাদের আটক করা হয়েছে। লিবিয়ার গারিয়ান শহরে বসবাসরত বাংলাদেশী ও পুলিশের একটি সূত্র জানায়, ঘটনার সময় কয়েকটি টেক্সিতে করে ৯৭ জন বাংলাদেশী গারিয়ান চেকপোষ্ট হয়ে সাব্রাতা-জোয়ারা যাওয়ার চেষ্টা করে। ইউরোপে যাওয়ার উউদ্দেশ্যে বাংলাদেশ থেকে আসা একটি বড় চালান গ্রুপে গ্রুপে যাব্রাতা যাবে এমন গোপন সংবাদের ভিত্ততে সেখানে আগে থেকেই বিশেষ ফোর্স অপেক্ষা করতে থাকে। ইউরোপের ওই সব যাত্রীরা চেকপোষ্টে পৌছানো মাত্রই একে একে তাদের আটক করে । এভাবে বেশ কয়েকটি গাড়িতে তল্লাসী চালিয়ে ইউরোপের যাত্রী ৯৭ জন বাংলাদেশী কে আটক করে। পরে তাদের স্থানীয় আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আটকদের মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সদ্য লিবিয়া প্রবেশ করা যাত্রীর সংখ্যাই বেশী এবং সকলেই ইউরোপে ঢুকার চেষ্টায় সাব্রাতায় পৌছানোর চেষ্টা করছিল বলে লিবিয়ান পুলিশের দাবি।