মাইন উদ্দিন দুলাল- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাছান ভুঁইয়া বাছির শপথ নিয়ে ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার হয়েছেন। আজ বৃহস্পতিবার কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ শেষে বের হয়ে যাওয়ার পর দুপুরে নগরীর ফৌজদারী মোড় এলাকা থেকে ডিবি পুলিশের এস আই শরিফুল ইসলামের সহযোগিতায় নাঙ্গলকোট থানার এস আই আশরাফুল ইসলাম তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া বাইপাস এলাকায় উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া সিএনজি চালিত অটো রিক্সা ষ্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নিলে গত ২১ জুন স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভুঁইয়া বাছিরের কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়াকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যানের ভাই আয়ুব ভূঁইয়া বাদি হয়ে চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছিরকে প্রধান আসামি করে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৭ জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়ার উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, নারী নির্যাতন, প্রতারণাসহ বাছিরের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরওয়ানা থাকায় বাছিরকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নাজমুল হাছান ভুঁইয়া বাছির চেয়ারম্যান গ্রেফতার ও মুক্তির প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ নেতা আবদুল মতিন ও সোলেমান ভেন্ডারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।