নয়া আলো-
সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে আবারো ৫ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। প্রথম দফা ৫ দিনের রিমান্ড শেষে গতকাল তাকে আবারো আদালতে হাজির করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হাসান আরাফাত আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মহানগর হাকিম মাহমুদুর হাসানের আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৬ই এপ্রিল ইস্কাটনের বাসায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করে শফিক রেহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্ট সজীব ওয়াজেদ জয় সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য এক এফবিআই এজেন্টকে ঘুষ দেয়ার অপরাধে গত বছর যুক্তরাষ্ট্রে এফবিআইয়ের দুই এজেন্টসহ প্রবাসী জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হয়। ওই ঘটনাটি নিয়ে ২০১৫ সালের ৩১শে মে ঢাকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ, যা পরে পল্টন থানায় মামলা আকারে রূপান্তরিত হয়। ওই মামলাতেই শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ডের আবেদনে বলা হয়, শফিক রেহমানের বাসা থেকে এফবিআইয়ের নথি উদ্ধার করা হয়েছে। উনি জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করছিলেন। কোন কোন বিএনপি নেতা ওই ষড়যন্ত্রে জড়িত তা জানতে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বেলা সাড়ে ৩টায় শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করে। শুনানিতে শফিক রেহমানের আইনজীবীরা রিমান্ড শুনানি পিছিয়ে দেয়ার আবেদন ও তার সঙ্গে স্ত্রী তালেয়া রহমান ও আইনজীবীর একান্তে ১৫ মিনিট কথা বলার জন্য আবেদন করা হয়। আদালত দুটি আবেদনই নাকচ করে দেন। শুনানিতে শফিক রেহমানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিরেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পুলিশের জিআরও জালাল উদ্দিন।