
বাগেরহাটের শরণখোলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাতের প্রথম অভিযানে বন্ধ হল বাল্যবিবাহ। বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল জান্নাতি খাতুন (১৫) নামের কিশোরী। এ সময় উপস্থিত শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান উপস্থিত ছিলেন।
বুধবার (৭ জুলাই) দুপুরে উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে জান্নাতি খাতুনের বিবাহের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুজনে ওই বাড়িতে হাজির হন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে জান্নাতি খাতুনের বিয়ের সকল কার্যক্রম বন্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে কন্যার পিতা দেলোয়ার মোল্লাকে জরিমানা ও সতর্ক করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান। খবর পেয়ে আমরা দেলোয়ার মোল্লার বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিবাহ বন্ধ করেছি এবং মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবে না মর্মে পরিবারের পক্ষ থেকে মুচলেকা নিয়েছি। জান্নাতি খাতুনের পরিবারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Please follow and like us: