
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের মালিক লুৎফর রহমান দিলু তিনি অস্ত্র মামলার আসামী ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অদৃশ্য শক্তির বলে এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের বিষয়ে নানা অনিয়মের সংবাদ প্রকাশের পরও ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
এতে করে হতবাক সিএনজি চালিত শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ। এদিকে এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশনের নানা অনিয়ম বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন সিএনজি মালিক গ্রুপের নির্বাহী কমিটির সদস্য মো. ওমর ফারুক।
এর আগে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়া, অবৈধ উপায়ে ভিআইপি গাড়ি প্রবেশ করিয়ে ৫০ থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া এছাড়াও গ্যাসে চাপ দিয়ে আরো ১০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ এনে এ্যালবাট্রস সিএনজি ফিলিং স্টেশন অবরুদ্ধ করে রাখেন সিএনজি চালিত শ্রমিকরা। পরে জেলা প্রশাসন ও সিএনজি চালিত মালিক সমিতির নেতাদের আশ্বাসে ৭ দিনের সময় দিয়ে সেদিনের মত আন্দোলন বন্ধ রাখেন শ্রমিকরা।
এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলাম দীর্ঘদিন আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে গ্যাস তুলতে আসা ভিআইপি গাড়ি প্রবেশ করি ৫০ থেকে ১০০ টাকা করে অবৈধ উপায়ে চাঁদা নেওয়ার বিষয়ে নিজ মুখে শিকার করা একটি রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর শুরু হয়েছে মালিক কর্তৃপক্ষর দোরঝাপ এদিকে অনৈতিক উপায়ে ১০০ টাকা করে চাঁদা নেওয়ার বিষয়ে স্থানীয় একটি পত্রিকায় প্রতিবাদ জানালেও মহাসড়ক থেকে অবৈধ উপায়ে ব্যবসা, সিএনজিগুলোতে অর্ধেক গ্যাস অর্ধেক হাওয়া দেওয়ার এবং প্রতিটি সিএনজি থেকে অতিরিক্ত আরও দশ টাকা চাঁদা নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ও প্রতিবাদ জানাতে পারেনি এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার রফিকুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু অটোরিক্সা শ্রমিক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটন বলেন, এ্যালবাট্রস এনার্জী এলপিজি ও সিএনজি ফিলিং স্টেশনের কারচুপি এখনও পর্যন্ত শেষ হয়নি, দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক স্বয়ং খুব দ্রুত সমস্যার সমাধান না হলে মানববন্ধন সহ কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন।
এ বিষয়ে জানার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি পরে হোয়াটসঅ্যাপে একটি চিরকুট বার্তা দিলেও তিনি তার উত্তর দেননি।