শাড়ি পরেই তাকে সবচেয়ে সুন্দর লাগে। বলিউডের একটা বড় অংশই এ কথা বলেন। তিনি বিদ্যা বালান। আর এবার সেই শাড়ি পরেই বিদ্যা পাবেন ১৩ কোটি টাকা। ছবি করেও এত পারিশ্রমিক পান না তিনি।
বিষয়টা ঠিক কী?
বলিউডে পারিশ্রমিকের বিচারে এখনো বিদ্যা প্রথম সারিতে নেই। কঙ্গনা রানাওয়াত বা কারিনা কাপুর যেমন ছবি পিছু ১১ কোটি বা নয় কোটি টাকা পান, ততটা এখনো পান না ‘ডার্টি বিদ্যা’। তবে শাড়ি পরেই এর চেয়েও বেশি টাকা পাবেন তিনি।
আসলে একটি শাড়ির ব্র্যান্ড তাদের প্রচারের মুখ হিসাবে বেছে নিয়েছে বিদ্যাকে। ওই শাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য বিদ্যা পাবেন ১৩ কোটি টাকা। এক বছর ওই ব্র্যান্ডের হয়ে প্রচার করার জন্য নায়িকার সঙ্গে ওই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।
সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘ভারতীয় মহিলাদের কাঠামো অনুযায়ী শাড়ি সবচেয়ে ভাল পোশাক। আর বিদ্যার চেহারায় শাড়ি খুব ভাল মানায়।’ নয় বছর বয়স থেকে শাড়ি সামলাচ্ছেন নায়িকা। শাড়িতেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ তিনি। তাই এই কাজে অনায়াসেই রাজি হয়েছেন বিদ্যা।