
শান্তিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (বিএনপি) শান্তিগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার দুপুরে পাগলাবাজার এলাকায় ২০ টি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে এই ঢেউটিন বিতরণ করেন ওলামা দলের নেতৃবৃন্দ।
এসময় তারা ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পরিবারদের প্রতি সমবেদনা জানান। সামর্থ্য অনুযায়ী দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
শান্তিগঞ্জ উপজেলা শাখা ওলামা দলের সভাপতি মোঃ সজীব আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় ঢেউটিন বিতরনকালে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ওলামা দলের সমাজ সেবা সম্পাদক, আমিনুর রহমান পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মেম্বার, যুবদল সাবলু আহমদ, স্বেচ্ছাসেবক দলের নেতা কিবরিয়া আহমদ ছাত্রদলের নেতা মানছুর আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আবু সাহিদ, সুনামগঞ্জ জেলা প্রজন্ম দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সব্দেনুর আহমদ সাগর, উপজেলা প্রচার সম্পাদক সাইফুল রহমান প্রমুখ।