আবারো চলচ্চিত্রে ফিরছেন এক সময়ে শীর্ষ নায়িকা শাবনূর। ‘কতদিন দেখি না তোমায়’ ছবির শুটিং এর মাধ্যমে নতুন করে চলচ্চিত্র অঙ্গনে সরব হচ্ছেন দর্শকপ্রিয় এই নায়িকা।
ছবিটির শুটিংয়ে খুব দ্রুতই অংশ নেওয়ার কথা রয়েছে শাবনূরের। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানান, ‘কতদিন দেখি না তোমায়’ ছবিতে শাবনূরের বিপরীতে দেখা যাবে ফেরদৌসকে। রোমান্টিক ও পারিবারিক ঘরানার গল্পে নির্মিত হবে ছবিটি। কাহিনিচিত্রে আরো দেখা যাবে সাইমন ও প্রিয়ন্তি পরীকে।
শাবনূরের মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘কিছু আশা কিছু ভালোবাসা’। এই ছবিটিরও পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান মানিক। এর আগে ‘দুই নয়নের আলো’, ‘মন ছুঁয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন শাবনূর।
‘কতদিন দেখি না তোমায়’ ছবিটি হবে শাবনূর ও ফেরদৌস জুটির ষষ্ঠ ছবি। বিয়ে, সন্তান, প্রবাসজীবনসহ নানা কারণে দীর্ঘদিন নতুন চলচ্চিত্র হাতে নেননি শাবনূর।