
মোঃসোহাগ হোসেন ,বেনাপোল প্রতিনিধিঃ শার্শার নাভারন সাতক্ষীরা মহাসড়কের পাচপুকুর নামক স্থানে আমবোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার (১০ ই মে) সকাল ৯ টা ৪০ মিনিটের সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েযায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানাযায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া লাগোয়া বেলতলা আমবাজার থেকে একটি ট্রাক ঢাকা মেট্রো-ড-১৪-৪৮১৫ বৃহস্পতিবার সকালে আম বোাঝাই করে ঢাকার উদ্যেশ্যে রওনাহয়।কিন্তু জিবলিতলা পেরিয়ে পাচপুকুর ব্রীজ পার হয়েই চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেল ও ট্রাকটি রাস্তার বামপাশে খাদে পড়েযায়।এ সময় চালক ও হেলপার নির্বিঘ্নে বেরিয়ে আসে।তবে আমের ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা জানায়।
নাভারন হাইওয়ে পুলিশফাড়ীর ইনস্পেক্টর পলিটন মিয়া জানান এঘটনায় কেউ আহত হয়নি।ট্রাকটি উঠানোর চেষ্টা চালানো হচ্ছে।কয়টা নাগাদ ট্রাকটি উঠবে এব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
আম ব্যাবসায়ীরা জানান সময়মত ঢাকায় পৌছাতে না পারলে অনেক আম নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
Please follow and like us: