
যশোরের শার্শায় ৮ শ্রেনীর ছাত্র ইজিবাইক চালক সোলাইমান হোসেন সাকিব(১৪)নামে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(১৮জানুয়ারী) সকাল সাড়ে ৭ টার সময় কিশোরের লাশটি উলসি ইউনিয়নের ধলদাহ মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে তাকে হত্যা করে তার ইজিবাইক নিয়ে পালিয়েছে দুবৃত্তরা।নিহত সাকিব শার্শার গোগা গ্রামের সাকিল হোসেনের ছেলে। স্থানীয়রা জানায় মাঠের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে শার্শা থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। এসময় তার পরিচয় জানা যায় সে একজন ইজিবাইক চালক ও স্কুল পড়ুয়া অষ্টম শ্রেনীর ছাত্র। সালমান হোসেন নামে এক যুবক জানায় সাকিব এর মা ভারতে মোম্বাই শহরে থাকে এবং বাবা ও অন্যত্র থাকে। সে ইজিবাইক চালাত ও স্কুলে পড়ত। তাকে কে বা কারা হত্যা করে ধলদাহ মাঠের মধ্যে ফেলে রেখে তার বাইক নিয়ে চলে গেছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম বলেন, স্থানীয়রা মাঠের মধ্যে মরাদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে তার মরাদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তর জন্য লাশটি যশোর পাঠানো হয়েছে। তদন্ত সাপের্ক্ষে বলা যাবে হত্যার রহস্য।