
যশোরের চাঞ্চল্যকর রাসেল হত্যা মামলার আসামী এনামুল হক এর লাশ শার্শা পাকশিয়া বাজার এলাকা থেকে উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ। বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।সে যশোর সদর থানার বড় ভেকুটিয়া গ্রামের ইনছার আলীর ছেলে।জিঞাসাবাদের জন্য ৪ জন কে থানায় আটক করা হয়েছে। শার্শা থানার ডিউটি অফিসার এএসআই মোজাফফার হোসেন জানান, বুধবার রাতের দিকে শার্শা উপজেলার নিজামপুর পাকশিয়া বাজার থেকে এনামুল হক, পিতা-ইনছার আলী, গ্রাম বড় ভেকুটিয়া সদর, যশোর এর মৃত্যু দেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন শার্শা থানায় খবর দেয়। পরে মৃতদেহ টি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ব্যাপারে ৪ জন কে জিঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নিহত এনামুল যশোরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ রাসেল হত্যা মামলার আসামি ছিলেন।