শাহরাস্তি প্রতিনিধি-
শাহরাস্তি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে খরিপ ১/১৬ মৌসুমে আউশ প্রণোদনা উপকরণ নির্বাচিত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার ২৭ এপ্রিল বিকেলে ২৭০ জন কৃষকের মাঝে এ উপকরণ দেয়া হয়।
উপকরণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল আহমেদ, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন প্রমুখ।