শিউলি ফুল
রুমানা আক্তার রত্না
শিউলি ফুলে সুবাস ছড়ায়
শরৎকালে প্রভাতি বেলায়।
কুঁড়ি গুলো রোজ নিশিতে
সবুজ পাতার ফাঁকে ফাঁকে
তারার মতো ফুটে ওঠে
শুভ্র সাদা লাল রঙে।
ভোরের আলো ফুটার আগে
ঝড়ে পড়ে মাটির বুকে।
সোনামণিরা দল বেঁধে
শিউলি কুড়ায় পাথি হাতে
গলায় পরে মালা গেঁথে
আনন্দ করে খুশি মনে।
Please follow and like us: