
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক সনজের আলীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে জেলা শিক্ষক সমিতি, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা যৌথ ভাবে এই কর্মসুচির আয়োজন করেন।
সকালে কলেজ প্রাঙ্গনে শিক্ষক সনজের আলীর উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ কলেজ অধ্যক্ষ এ,কে,এম মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক নেতা আলাউদ্দীন আজাদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মহিউদ্দীন খান, শিক্ষক নেতা কামাল উদ্দীন, মোস্তাক আহম্মেদ, মোস্তাফিজুর রহমান, রেজাউল ইসলাম, তাওহিদ আলী বক্স, আব্দুস সামাদ আজাদ, সালাহ উদ্দীন, মঞ্জুয়ারা বেগম, ফারজানা আক্তার, আব্দুল খালেক, বাবুল হোসেন, মোবার আলী ও ওলিয়ার রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন সমাবেশ হুসিয়ারী উচ্চারণ করে বলেন, শিক্ষক সনজের আলীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসুচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য, কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক সনজের আলীকে সোমবার দুপুরে কালিকাপুর এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হলেও কেও গ্রেফতার হয়নি।