মো: তাজমুল ইসলাম,তালা প্রতিনিধিঃ- তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষায় এবারও ১০০% পাশের কৃতিত্ব অর্জন করেছে। এবার (২০১৭ সালে) মোট পরীক্ষার্র্থী ৭০ জন সবাই পাশ করেছে । ২৭ জন “জিপিএ ৫”, ২৫ জন “এ”, ১১ জন “এ-” এবং ৩ পয়েন্ট পেয়েছে ৭ জন ।
উপজেলার ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জে এস সি পরীক্ষায় পর পর ৩ বছর অভাবনীয় সাফল্য অর্জন করেছে আত্র বিদ্যায়টি। দক্ষিন বঙ্গের অন্যতম সেরা এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্বক বিঘœ সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে মোট ১৭টি শিক্ষকের পদ থাকলেও বর্তমানে শিক্ষক আছেন মাত্র ৯ জন। প্রধান শিক্ষকের ১টি পদ সহ সমাজ বিজ্ঞান বিভাগে ৩ শিক্ষক, ভৗত বিজ্ঞান-১টি, জীব বিজ্ঞান-১টি পদে শিক্ষক শুন্য থাকায় নিয়মিত ক্লাস নিতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের ।
এ বিষয়ে স্কুলের শিক্ষক মোঃ জামাল উদ্দিন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভভাবকদের সথে আলাপ কালে জানাায়, স্কুলে শিক্ষক সংকটের কারনে শিক্ষার্থীদের লোখাপড়ায় চরম ক্ষতি হচ্ছে, তেমনি শিক্ষকদের উপর অতিরিক্ত চাপ পড়ছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা বেগম জানান, শিক্ষক সংকট অনেক দিনের, সংশ্লিষ্ট দপ্তরে বহুবার চিঠি লেখা হয়েছে, তবুও কোন কাজ হচ্ছে না । ইংরেজী ক্লাসের শিক্ষক না থাকার ফলে, বাংলা শিক্ষক দ্বারা ক্লাস নেয়া হচ্ছে । তিনি সংশ্লিষ্ট দপ্তরে অনতিবিলম্বে বিদ্যালয়ে শুণ্য পদে শিক্ষক নিয়োগের দাবী জানান । এ বিষয়ে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান জানান, তালা শহীদ আলী আহম্মেদ উচ্চ বালিকা বিদ্যালয় খুলনা বিভাগের অন্যতম সেরা বিদ্যালয় । এখানে অন্যান্য স্কুলের চেয়ে প্রতিবছর রেজাল্ট অত্যান্ত ভাল হয়। তবে শিক্ষক সংকটের কারনে অনেক সময় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যহত হচ্ছে ।