যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে বরিশালে তৃতীয় দিনের মতো গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
সংগঠনের মহানগর শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ জুন) তৃতীয় দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি আবদুল্লাহ-আল মামুন জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরীতে গত ৩দিন ধরে গণস্বাক্ষর আদায় হচ্ছে। আগামী ৬ জুন পর্যন্ত মহানগরীরে গণস্বাক্ষর কর্মসূচি চলবে।
এছাড়া আগামীকাল শুক্রবার থেকে ৬ জুন পর্যন্ত বিভিন্ন উপজেলায় গণস্বাক্ষর কর্মসূচি চলবে। আগামী ৭ জুন সংগঠনের মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর শিট ও স্মারকলিপি প্রদান করা হবে। ১০ জুন বিভিন্ন উপজেলায় একই দাবীতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান আবদুল্লাহ-আল মামুন।