
*সংবাদ সম্মেলনে নির্বাচন স্থগিত এর দাবী*
সারাদেশে করোনা ভাইরাসের কারণে যখন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সেই সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকার সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকার যখন মানুষকে ঘরে রাখার জন্য নানা ধরনের পদক্ষেপ নিয়েছে সেই সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল বিরাজ উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার গোপনে মাদ্রাসার অভিভাবক নির্বাচনের তফশীল ঘোষনা করেছেন। আগামী ১৩ এপ্রিল ভোট গ্রহণের কথা উল্লেখ রয়েছে। এ ভোট গ্রহন স্থগিত ও পুনঃ তপশীল ঘোষনার দাবীতে শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত সহ পুনঃ তপসিল ঘোষণা দাবী জানানো হয়। অভিভাবকদের পক্ষে আটমূল এলাকার আফসার আলীর ছেলে শামছুল আলম লিখিত বক্তব্যে বলেন সারাদেশে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সেই সময় মাদ্রাসার সুপার তার পছন্দের ব্যক্তিদের সদস্য করার জন্য গোপনে ম্যানেজিং কমিটি গঠন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আমরা অভিযোগ দাখিল করেছি। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাতা সদস্য আহসান হাবীব, ফরিদ উদ্দিন, লুৎফর রহমান, আঃ গফুর, রেজাউল করিম, আঃ রশিদ, মান্নান দুলু, াভিভাবক কোব্বাত আলী, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, জাহেদুল ইসলাম, সোহরাব হোসেন, আঃ কুদ্দুস, মজনু মিয়া প্রমুখ।