শিশুখাদ্য ‘বেবীকেয়ার-১’ ও ‘বেবীকেয়ার-২’ এ জীবাণু পাওয়ায় তা বাজারজাত বন্ধ করা ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
এই পণ্য দুটিতে ‘সালমোনেলা এগোনা’ নামের জীবাণু পাওয়া যাওয়ায় সব ধরনের বাজারজাত বন্ধ ও প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান জাগো নিউজকে বলেন, এই শিশু খাদ্যে জীবাণু পাওয়ায় তা বাজারজাত বন্ধ করা ও বাজার থেকে প্রত্যাহারের জন্য আজ আমাদের টিম রাজধানীর কারওয়ানবাজারের যেসব দোকানে পণ্য দু’টি পাওয়া যায় সেই দোকানগুলোতে অভিযান চালিয়েছে। বাজারজাত বন্ধ ও প্রত্যাহারের নির্দেশ দিয়ে আমাদের কাছে চিঠি এসেছে। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিচ্ছি।
জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি দুই সিটির স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশ দেয়া হয়।