মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদযালয়ঃ- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা অগ্নিসেতু সাংস্কৃতিক পরিষদ গণ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগেবুধবার (১০ জানুয়ারি) অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের শিক্ষার্থীরা সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশ্ববর্তী নিরিবিলি বস্তিতে অসহায় শীতার্তদের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।
সংগঠনের সভাপতি হোসাইনুল আরেফিন সেতু বলেন, ‘মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে এমন কাজ আমরা সব সময় করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমরা শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।’
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের শিক্ষক শহীদ মল্লিক, রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষক সালেহিন, অগ্নিসেতু‘র সম্পাদক অরুপ দাস শ্যাম, অগ্নিসেতু গণবি শাখার সভাপতি হোসাইনুল আরেফিন সেতু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মনিসহ সংগঠনের অন্য সদস্যরা।