মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
আবহাওয়ার তাপমাত্রা ছাড়িয়ে গেছে বিগত ৫০ বছরের রেকর্ড। দেশের সর্ব উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ এখনো শেষ হয়নি। ২য় বারের মত তীব্র শীতের আগমন বেশ আগেই হয়েছে।
“যেখানেই দুর্যোগ সেখানেই ইয়ুথস ফর দ্য নেশন” এই স্লোগানকে সামনে আজ ২ ফেব্রুয়ারি (শুক্রবার) ‘ইয়ুথস ফর দ্য নেশন’ গমেক শাখার শিক্ষার্থীরা ঠাকুরগাঁও জেলার সদর থানা এবং পঞ্চগড় জেলার দ্বেবিগঞ্জ উপজেলায় বেলা ১১ টায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শীতে নানা ধরনের রোগের আগমন, বাধিয়েছে নানা বিপত্তি । শীতে আক্রান্ত এইসব অসহায় মানুষদের শীতবস্ত্র কেনার অর্থ নেই। অসহায় মানুষদের শীতের উঞ্চতা দিতে টিম “ইয়ুথস ফর দ্য নেশন” টিম ঠাকুরগাঁও জেলার সদর থানার ৫নং বালিয়া ইউনিয়নের বগুলাডাংগী উচ্চ বিদ্যালয়ে এবং পঞ্চগড় জেলার দ্বেবিগঞ্জ উপজেলার ফুলতলায় ৫০০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।
শীতবস্ত্র প্রদান কালে উপস্থিত ছিলেন ডা.নাজমুল, ঠাকুরগাঁও সদর থানার এসআই আমিরুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, জাকির হোসেন মানিক সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইয়ুথস ফর দ্য নেশনের পক্ষে ডা.নাজমুল হোসাইন জানান, সংগঠনটি দুর্যোগ কালিন সময়ে কাজ করা ছাড়াও বিভিন্ন মেডিকেল ক্যাম্প, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজ করে থাকে। আমাদের টিমের লক্ষ্য ছিল ৫০০০ মানুষকে শীতবস্ত্র বিতরণ করার আমরা ইতোমধ্যেই সফলতার সাথে কাজটি শেষ করতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের মূল লক্ষ্য দেশের হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ানো।
উল্লেখ্য, ইয়ুথস ফর দ্য নেশন এই বছর মোট ৪টি “উইন্টার ক্যাম্প” পরিচালনা করেন যার মাধ্যমে মোট ৫০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।