ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভেলাই বিপ্লবী সংঘের আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। রাতোর ইউপি জাতীয় পার্টির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাফিক ইন্সপেক্টর ইকরামুল হক, ইউপি সদস্য মকবুল হোসেন, রাতোর ইউপি স্বেচ্ছাসেবকলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি মোতাহার হোসেন, সম্পাদক গোলাম রব্বানী ও সংগঠনের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দরা ।
এসময় সংঘটির সহযোগিতায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে সংগঠনটির নেতাকর্মীদের ধন্যবাদ জানান উপকার ভোগীরা।
Please follow and like us: