তাজওয়ার মুনির
চারদিকে ঘন কুয়াশার আস্তরণ
দুর্বা ঘাসের পর বিন্দু বিন্দু শিশির
দল বেধে অতিথি পাখির আমন্ত্রণ
হিম বাতাসে মুখরিত শান্ত নদীতীর।
পল্লিগীতির আসর জমে গ্রামে গ্রামে
আরো হয় ভাটিয়ালি মুর্শিদি গান
ওয়াজ মাহফিলের বয়ান শুনে শুনে
কোমল প্রশান্তিতে ভরে যায় প্রাণ।
ভোর বেলাতে যখন সূর্য উঠে হেসে
রোদ মাখে গায় পেতে উষ্ণ অনুভূতি
নগ্ন পায়ে হেটে গেলে সবুজ দুর্বা ঘাসে
পায়ের তলায় লাগে শিরশির অনুভূতি।
Please follow and like us: