শামীম খান ঝিনাইদহ প্রতিনিধি ঃ
মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে র্কাপছে দেশের সীমান্ত বর্তী জেলা ঝিনাইদহের নিন্ম আয়ের মানুষ। গত ক দিন ধরেই হিমেল বাতাসে তীব্র শীত অনুভূত হওয়ায় এক প্রকার বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখা দিয়েছে শীত জনিত বিভিন রোগ-বালাই । ক্ষতিগ্রস্ত হচ্ছে আলুসহ বিভিন্ন ফসল। দিনের অর্ধভাগ সময় সূর্য মেঘের কোলে লুকিয়ে থাকে। সন্ধ্যা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেঁকে যাচ্ছে গোটা জনপদ। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে ভুগতে শুরু করেছে শিশু,বৃদ্ধসহ নিন্ম আয়ের কর্মজীবী মানুষজন। বিশেষ করে প্রচন্ড শীতে মানবতের দিনযাপন করছে জেলার সীমান্তবর্তী বিভিন উপজেলার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষরা। শীতবস্তের অভাবে অনেকেই বাড়িতে খড়কুটো জ্বেলে শীত নিবারণ করার চেষ্টা করছে। সেই সাথে গবাদী পশুগুলোকে শীতের কবল থেকে রক্ষা করতে গায়ে চটের বস্তা দিয়ে ঢেঁকে রাখছে তারা।