
মোঃ রেফাজ উদ্দিন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনগনের মাঝে আছেন মাটি ও মানুষের নেতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. একাব্বর হোসেন । প্রতিদিনের মত আজও তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ গণসংযোগ করছেন।
নির্বাচনে নৌকা প্রতীকে জয় নিশ্চিত করতে মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকার জনগনের মাঝে ছুটে যাচ্ছেন তিনি। নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। উন্নয়ন আর সততার বিচারে এগিয়ে আছেন তিনি। মানুষের ভালবাসা তার একমাত্র শক্তি, এই শক্তি গুনেই তিনবারের নির্বাচিত এমপি তিনি ।