
ছাগলনাইয়ায় পাঠাননগর আমিনিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার চারতলা বিশিষ্ট নতুন ভবনের ১ম তলার ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত নতুন এ ভবনটির ১ম তলার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুবেল দত্ত, চাঁনপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী আলাউদ্দিন আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল চৌধুরী বলেন, শুধু নতুন নতুন ভবন নির্মাণ করলে চলবেনা শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষায় সুশিক্ষিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে নিয়োজিত করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিলেও জালেম সম্প্রদায় তাকে হত্যা করাতে তিনি এদেশের অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারেননি। বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ গুলো তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তবায়িত হচ্ছে। তিনি আরো বলেন, শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ বলেছিলো আমরা পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারবোনা। একমাত্র শেখ হাসিনা বলেছিলো আমরা পদ্মা সেতু করতে পারবো এবং আজ সেই স্বপ্নের সেতু বাস্তবে রুপ নিয়েছে। নতুন প্রযন্মকে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে দেশের অবস্থান আরো উন্নত শিখরে পৌছাতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অনুরোধ করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মাদ্ররাসা পরিচালনা পর্ষদের সদস্য ও ইউপি সদস্য মোঃ মুসা আহম্মদ ভূইয়া, আবুবক্কর ভূঁইয়া, মোঃ ইয়াছিন ভূঁইয়া, গিয়াস উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ- সভাপতি রহমত উল্লাহ ভূঁইয়া, রবিউল হক ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মেম্বার,
ইউনিয়ন যুবলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহেনা আক্তার, অহিদ উল্লাহ মেম্বার, শিপন মেম্বার সহ
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, মাদ্রাসার অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন, মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মশিউর রহমান খোন্দকার।
Please follow and like us: