আয়াতুল ইসলাম অনু
হঠাৎ আজ মনে হল…
তোমাকে নিয়ে আজও কোনো
সুদীর্ঘ কবিতা লিখি নি
যে কবিতার নামটি হবে “শুধুভালবাসি”।
সকালে ঘুম থেকে উঠে
যখন টেবিলের ওপর রাখা
তোমার দেয়া ফুলদানিটার দিকে তাকাই,
তখন ভাবি…
সেখানে কিছু ফুল থাকলে খারাপ হতো না।
দাঁতব্রাশ করতে করতে ভাবি,
তুমি আজ কি রঙের শার্ট পরবে,
সাদা,কালো,নীল নাকি আ্যশ?
ভার্সিটিরর বাসের পাশের
খালি সীটের দিকে তাকিয়ে
মনে মনে বলি,
সীটটাতে তুমি থাকলে
কী-ই বা হতো?
বিকেলে ভার্সিটি থেকে
ফেরার সময়…
শাহবাগের ফুলের
দোকানগুলির দিকে
তাকিয়ে ভাবি,
হাজারো ফুলের ভেতর থেকে
তোমাকে উনিশটা গোলাপ
আর কিছু রজনীগন্ধা দিলে
তুমি কি রাগ করবে?
পুরো বিকেলটা যদি চাই
তোমার কাছে,
সেই প্রথম…
দেখা করার জায়গায়,
তুমি কি আমায়
ফিরিয়ে দিবে খালি হাতে??
এতো অপূর্ণ সব ইচ্ছের পরে
শুধু একটি কথাই বলতে চাই,
পাপী আমি,অধম আমি,
শুধু তোমায় ভালবেসে।
Please follow and like us: