বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মে) বিকেলে শুভদিয়া তাকিয়াবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির হাট উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শুভদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ আওয়াল।
শুভদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফিরোজ ফকিরের সভাপতিত্ব অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম, মুক্তাদির শেখ, হায়দার আলী শেখ, জামান হোসাইন মুক্ত, মহাসিন মেম্বার, মনি মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please follow and like us: