ইউসুফ আহম্মেদ,সিরাজগঞ্জ থেকেঃ- যুক্তরাজ্য বিএনপি জামায়াত কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা ও বাংলাদেশ দূতাবাসে হামলা এবং সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরে এনে কারাগারে প্রেরণের দাবীতে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের এস.এস. রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ নাজমুল চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত হোসেন, লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ পান্না, প্রচার সম্পাদক আশিক ইমরান, প্রমুখ।