স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন উন্নত বাংলাদেশের রূপকার। এ জন্য প্রধানমন্ত্রী কোনো রক্তচক্ষুকে ভয় করেন না এবং ভবিষ্যতেও করবেন না। তিনিই আমাদের ভরসা।’
রবিবার নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শহীদ রবিউল আউয়াল খান কিরণের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশে কতিপয় গোষ্ঠী মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করে সরকারের পতন ঘটাতে চেয়েছিল। কিন্তু সরকারের সঠিক নেতৃত্বের কারণে তাদের সেই রাজনীতি বানচাল হয়ে গেছে। এখন তারা দেশে গুপ্ত হত্যার রাজনীতি শুরু করেছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হারুণ অর রশিদ খান এতে সভাপতিত্ব করেন।
এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মো. নজরুল ইসলাম হীরু (বীর প্রতীক) এমপি, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুরের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আলহাজ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল ও মরহুম কিরন খানের ছেলে ফজলে রাব্বি খান প্রমুখ উপস্থিত ছিলেন।