নজরুল ইসলাম চৌধুরীঃ- জাতীয় শ্রমীক লীগ ছাগলনাইয়া শাখার মতবিনিময় সভায় ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার যে মামলার রায় দেয়া হবে সেই মামলা শেখ হাসিনা করেননি,মামলাটি করেছেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। তিনি বলেন, আপনারা যারা ৮ ফেব্রুয়ারি রাস্তায় মারামারি, কিলাকিলি কিংবা গড়ীতে আগুন দেয়ার পরিকল্পনা করছেন তা হতে দিবোনা, আমরা সবাই রাস্তায় থাকবো। কোনো মানুষের ক্ষয়ক্ষতি হতে আমরা দিবোনা। মীর আবদুল হান্নান বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শেখ হাসিনা সমুদ্র বন্দর আদায় করেছেন, ছিট মহল খালেদা কিংবা এরশাদ কেউ আদায় করতে পারেনি একমাত্র শেখ হাসিনাই পেরেছেন। তিনি আরো বলেন, শেখ হাসিনা হলো একটি কলঙ্ক মুক্ত নাম তাই দেশ রত্ন শেখ হাসিনাকে রক্ষা করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ’র কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি জালাল আহম্মদ মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহম্মদের সঞ্চালনায় উপজেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ’র ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, উপজেলা আওয়ামীলীগ’র যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, উপ-দপ্তর সম্পাদক তাজুল ইসলাম সবুজ, পৌর আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, শুভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক মানিক, রাধানগর ইউপির প্যানেল চেয়ারম্যান ছালাউদ্দিন কামালসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।