
রুনা গাজীকে সভাপতি করে বাগেরহাটের চিতলমারী শেরেবাংলা কলেজের এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। রুনা গাজী ভাইস চ্যান্সেলর কর্তৃক সভাপতি মনোনীত হয়েছেন।
রুনা গাজী চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মহিলাদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন উপজেলার মোঃ আহসান হাবীব।
Please follow and like us: