
স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
লোডশেডিংয়ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষুদ্ধ এলাকাবাসী খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে তারা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ১ঘন্টা পরে তারা অবরোধ তুলে নেয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি দেয় । শেখপাড়া বনিক সমিতির ব্যানারে স্থানীয় জনতা এসব কর্মসূচী পালন করছে। তাদের অভিযোগ পল্লীবিদ্যুতের অব্যহত লোডশেডিং এর কারনে ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখাপড়া বিঘœ ঘটছে, কৃষি কাজেও বৈদ্যুতিক সমস্যায় ভুগছে।এসব ছাড়াও দৈনন্দিন নানা কার্যক্রম চালাতে পারছে না।কর্মসূচীতে বনিক সমিতির সভাপতি আব্দুল হাকিম মোল্লা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয় ও ক্ষোভ প্রকাশ করে। অবরোধ চলাকালে রাস্তার দুপাশে যাত্রবাহী বাস, পন্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন আটকা পড়ে।