১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহারো কন্যাদের সংবর্ধনা: দুই লক্ষ সাতাশ হাজার টাকা প্রদান




শৈলকুপা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোহারো কন্যাদের সংবর্ধনা: দুই লক্ষ সাতাশ হাজার টাকা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০১৮, ২৩:২১ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শামীম খান, ঝিনাইদহ প্রতিনিধিঃ-  বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০১৭ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঝিনাইদহের শৈলকুপার “ ৩৬ নং দোহারো মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” কন্যাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদাণ করা হয়েছে।
এই ক্ষুদে ফুটবলারদের সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ আড়ম্বর সংবর্ধণা দেওয়া হয়। উক্ত সংবর্ধণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি শৈলকুপা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান, শিকদার কামরুজ্জামান জিকু, সালাউদ্দিন জোয়াদ্দার মামুন, মতিয়ার রহমান, মাহমুদুল হাসান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক, শামীমার রশিদ উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, সেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল পারভেজ কর্নেল, দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবিউল ইসলামসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত ২৮ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অজপাড়া গায়ে অবস্থিত দোহারো সরকারী প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৫-৪ গোলে ঢাকা বিভাগ কে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আব্দুল হাই খেলোয়াড়দের এক লক্ষ টাকা প্রদান করেন। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ২০ হাজার টাকা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ ২০হাজার টাকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোল্যা ১৭হাজার টাকা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি ১৮হাজার টাকা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ১৭ হাজার টাকা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ১৭ হাজার টাকা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৮হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল খেলোয়াড় ও প্রধান শিক্ষককে ক্রেস্ট প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET