
নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট প্রেসক্লাব সদস্য ও আশারকোটা যোবায়দা হান্নান স্কুল এন্ড কলেজ অধ্যাপক মোঃ শাহজাহানের পিতা আলহাজ্ব আবুল হাশেম (৮০) গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পেড়িয়া ইউনিয়নের গাংরাইয়া গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে গাংরাইয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সহ-সভাপতি অধ্যাপক জাকির হেসেন সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, শোক প্রকাশ করেছেন।